কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরন প্রকল্প (২য় পর্যায়) এর উদ্যেগে গত ২৩ মার্চ সকাল ১০ টায় খুলনার দৌলতপুরস্থ ডি এ ই অডিটরিয়ামে দিনব্যাপী বার্ষিক কর্মপরিকল্পনা ’১৫-’১৬ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ ছারওয়ার জাহান এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডি এ ই খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত প্রকল্প পরিচালক কৃষিবিদ সুরজিত সাহা রায়। প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক বলেন, কৃষি বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণার মাধ্যমে যে সকল জাত উদ্ভাবিত হয়েছে এ প্রকল্পের মাধ্যমে তার বিস্তার লাভ করাই প্রকল্পের উদ্দেশ্য। মাঠ পর্যায়ে ফসল উৎপাদনের জন্য বিভিন্ন বিভাগের সমন্বয়ে পরিকল্পনার মাধ্যমে সমস্যার সমাধানে এ প্রকল্পের কার্যক্রম এগিয়ে চলেছে। তিনি আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে মান সম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রমে মহিলাদের সম্পৃক্ত করনের মাধ্যমে দারিদ্র বিমোচনসহ কৃষকদের জৈব সার ব্যবহার ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্ভুদ্ধ করে মাটির সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সভাপতির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, এ প্রকল্পের মাধ্যমে বীজ উৎপাদন ও সংরক্ষণের ফলে আজ কৃষক তার চাহিদামত বীজ পাচ্ছে, ফলে কৃষক পর্যায়ে বীজের সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। কৃষি বিভাগের উন্নয়নের ভ’মিকায় এ প্রকল্পের যথেষ্ট অবদান রয়েছে। দিন ব্যাপী এ কর্মশালায় খুলনা,সাতক্ষীরা,বাগেরহাট ও নড়াইল জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ কৃষি প্রশিক্ষণ ইনিষ্টিটিউট, কৃষি তথ্য সার্ভিস, বি এ ডি সি, বীজ প্রত্যয়ন এজেন্সি ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।